Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Tuesday, September 4, 2018

কম্পিউটার সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন

১।  কম্পিউটার কী?

উত্তর: কম্পিউটার হলো একটি আধুনিক ইলেক্ট্রনিক যন্ত্র যা মানুষের দেওয়া তথ্য ও নির্দেশনার ভিত্তিতে নির্ভুলভাবে কাজ করে এবং তার ফলাফল প্রকাশ করে।

২। কম্পিউটারের জনক এবং আবিষ্কারক কে?

উত্তর:  কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ এবং  আবিষ্কারক ড. হাওয়ার্ড এইচ আইকেন ।

৩।  কম্পিউটারের দুইটি বৈশিষ্ট্য লেখ।

উত্তর:  কম্পিউটারের দুইটি বৈশিষ্ট্য হলো-১. তাড়াতাড়ি কাজ করা।    ২. নির্ভুলভাবে কাজ করা।

৪।  কম্পিউটার ও ক্যালকুলেটর এর মধ্যে একটি পার্থক্য লেখ।

উত্তর:  কম্পিউটার হিসাব-নিকাশ ছাড়াও অনেক জটিল কাজ করতে পারে কিন্তু ক্যালকুলেটর শুধুমাত্র হিসাব-নিকাশ করতে পারে।

৫।  কম্পিউটার-এর কাজ করার ধাপ কয়টি ও কী কী?

উত্তর:  কম্পিউটার-এর কাজ করার ধাপ ৩টি । যথা: ১. ইনপুট  ২. প্রক্রিয়াকরণ  ৩. আউটপুট।

৬।  কম্পিউটার কয়টি উপাদানের সমন্বয়ে গঠিত এবং কী কী?

উত্তর:  কম্পিউটার দুইটি উপাদানের সমন্বয়ে গঠিত। যথা: ১. হার্ডওয়্যার  ২. সফ্টওয়্যার ।

৭।  একটি পূর্ণাঙ্গ কম্পিউটারের বিভিন্ন যন্ত্রের নাম লিখ।
উত্তর:  একটি পূর্ণাঙ্গ কম্পিউটারের বিভিন্ন যন্ত্রের নাম হলো- মাউস, কী-বোর্ড, সিস্টেম ইউনিট, মনিটর, প্রিন্টার, স্পিকার, ইউপিএস।

৮।  কী-বোর্ড কী? এটি কী কাজে লাগে?

উত্তর:  কী-বোর্ড একটি ইনপুট ডিভাইস । কম্পিউটারে তথ্য ইনপুট করার জন্য কী-বোর্ড কাজে লাগে ।

৯।  মাউস কী? এটি কী কাজে লাগে?

উত্তর:  মাউস একটি ইনপুট ডিভাইস । কম্পিউটারে কমান্ড দেওয়ার জন্য মাউস কাজে লাগে।

১০। স্ক্যানার কী?

উত্তর:  স্ক্যানার একটি ইনপুট ডিভাইস যার মাধ্যমে কম্পিউটারে ছবি ইনপুট করা হয়।

১১।  জয়স্টিক কী?

উত্তর:  জয়স্টিক একটি ইনপুট ডিভাইস যার মাধ্যমে কম্পিউটারে গেমস খেলা যায়।

১২।   পেন ড্রাইভ কী?

উত্তর:   পেন ড্রাইভ একটি সহায়ক মেমোরি যাতে কম্পিউটারের তথ্য জমা রাখা যায়।

১৩।  টিভি কার্ড কী?

উত্তর:  টিভি কার্ড হচ্ছে টিভি দেখার ডিভাইস যার মাধ্যমে কম্পিউটারে টিভি দেখা যায়।

১৪।  মডেম কী?
উত্তর:  মডেম হচ্ছে ইন্টারনেট চালানোর ডিভাইস যার মাধ্যমে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ দেওয়া যায়।

১৫।  মাইক্রোফোন কী?

উত্তর:  মাইক্রোফোন হচ্ছে একটি ইনপুট ডিভাইস যার মাধ্যমে কম্পিউটারে কথা রেকর্ড করা যায়।

১৬।  ওয়েভ ক্যাম কী?

উত্তর:  ওয়েভ ক্যাম হচ্ছে একটি ইনপুট ডিভাইস যার মাধ্যমে কম্পিউটারে ছবি বা ভিডিও রেকর্ড করা যায়।

১৭।  ডিজিটাল কম্পিউটার কত প্রকার ও কী কী?

উত্তর:  ডিজিটাল কম্পিউটার ৪ প্রকার। যথা: ১. সুপার কম্পিউটার ২. মেইনফ্রেম কম্পিউটার ৩. মিনি কম্পিউটার  ৪. মাইক্রো কম্পিউটার।

১৮।  দুইটি মাইক্রো কম্পিউটার-এর নাম লেখ।

উত্তর:  দুইটি মাইক্রো কম্পিউটার-এর নাম নিচে লেখা হলো-১. ডেস্কটপ কম্পিউটার ২. ল্যাপটপ কম্পিউটার।

১৯।  সিস্টেম ইউনিট কী?

উত্তর:  সিস্টেম ইউনিট কম্পিউটারের প্রধান অংশ যা কম্পিউটারের সকল কাজকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করে।

২০।  কম্পিউটার মনিটর কী?

উত্তর:  মনিটর একটি আউটপুট ডিভাইস যার সাহায্যে কম্পিউটারের যাবতীয় কাজের ফলাফল দেখা যায়।

২১।  প্রিন্টার কী?

উত্তর:  প্রিন্টার একটি আউটপুট ডিভাইস যার সাহায্যে কম্পিউটারের যাবতীয় কাজের ফলাফল কাগজে ছাপানো যায়।

২২।  স্পিকার কী?

উত্তর:  স্পিকার একটি আউটপুট ডিভাইস যার মাধ্যমে কম্পিউটারের শব্দ বা গান শোনা যায়।

২৩।  ল্যাপটপ কী?

উত্তর:  বইয়ের মতো পাতলা ছোট কম্পিউটার হচ্ছে ল্যাপটপ। এটি এক ধরনের মাইক্রো কম্পিউটার।

২৪।  ইউপিএস কী?

উত্তর:  ইউপিএস একটি ব্যাটারি নিয়ন্ত্রিত বিদ্যুৎ ব্যবস্থার ডিভাইস যা বিদ্যুৎ চলে গেলেও কম্পিউটারকে বিদ্যুৎ সরবরাহ করে।

২৫। উইন্ডোজ কী?

উত্তর:  কম্পিউটার নিজে নিজে চালু হতে পারে না। কম্পিউটার চালু হওয়ার জন্য একটি প্রোগ্রামের দরকার হয়। যে প্রোগ্রাম কম্পিউটারকে চালায় তাকে
উইন্ডোজ বলে।

২৬।  বুটিং আপ কাকে বলে?

উত্তর:  কম্পিউটার চালু করলে তা ধীরে ধীরে কাজের জন্য তৈরি হয়। আর এই কাজের জন্য তৈরি হওয়াকে বুটিং আপ বলে।

২৭।  ডেস্কটপ কাকে বলে?

উত্তর:  কম্পিউটার চালু হওয়ার পরে কম্পিউটারের মনিটরে প্রাথমিক যে স্ক্রীন দেখা যায় তাকে ডেস্কটপ বলে।

২৮। অবজেক্ট বা আইকন কাকে বলে?

উত্তর:  ডেস্কটপে যে সকল ছোট ছোট চিত্র বা প্রতীক দেখা যায় তাকে আইকন বা অবজেক্ট বলে।

২৯।  টাস্কবার কাকে বলে?

উত্তর:  মনিটরের নিচের দিকে একটি লম্বা বার দেখা যায় তাকে টাস্কবার বলে। কোন প্রোগ্রাম চালু করলে তা টাস্কবারে দেখা যায়।

৩০.  কম্পিউটার ব্যবহারের সময় কোন কাজটি আমাদের জন্য বিপদজনক?

উত্তর:  কম্পিউটার ব্যবহারের সময় বিদ্যুতের তার ধরে টানাহেঁচড়া করা আমাদের জন্য খুবই বিপদজনক।

No comments:

Post a Comment